উত্তরকাশী, ৯ আগস্ট : হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালী ও হার্সিল থেকে উদ্ধারকাজ জারি রয়েছে। উত্তরকাশীর মাতলি হেলিপ্যাড থেকে ধারালী এবং হার্সিলের দুর্যোগ কবলিত এলাকায় টানা তৃতীয় দিনের মতো হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধারালী-হার্সিলে দুর্যোগে আটকে পড়া মানুষজনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে মাতলি হেলিপ্যাডে আনা হচ্ছে, যেখান থেকে তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে। ‘অপারেশন ধারালী’-তে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) এবং স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, গত ৫ আগস্টের মেঘভাঙা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত উত্তরকাশীর ধারালী ও হার্সিল। হড়পা বানের পর হার্সিলে একটি হ্রদেরও সৃষ্টি হয়েছে।