নয়াদিল্লি, ২ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (২ জুলাই) থেকে আগামী সপ্তাহের বুধবার (৯ জুলাই) পর্যন্ত ৫টি দেশে ৮ দিনের সফরে। ঘানা, ত্রিনিদাদ ও টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় ৮ দিনের সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রী প্রথমে ঘানায় যাবেন। ২ ও ৩ জুলাই প্রথমবারের জন্য ঘানা সফরে যাবেন। ৩ দশক পর ঘানায় এটাই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। সফরকালে প্রধানমন্ত্রী ঘানার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। অর্থনীতি, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতা ও উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। ৩ জুলাই ঘানার সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই ভাষণ দেওয়ার সুযোগ পাওয়া সম্মানের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।