Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Country

2 years ago

PM Modi express condolance death of Jhunjhunwala : রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

PM Modi express condolance death of Jhunjhunwala
PM Modi express condolance death of Jhunjhunwala

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : প্রবীণ স্টক মার্কেট বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ঝুনঝুনওয়ালা মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

এদিন রাকেশ ঝুনঝুনওয়ালার সঙ্গে সাক্ষাতের একটি পুরনো ছবি শেয়ার করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইট বার্তায় লিখেছেন, রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন অদম্য। জীবন, বিদগ্ধ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ, তিনি আর্থিক জগতে একটি অদম্য অবদান রেখে গেছেন। ভারতের অগ্রগতির ব্যাপারেও তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তাঁর চলে যাওয়া দুঃখজনক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।

১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন ঝুনঝুনওয়ালা। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অঙ্কটা বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা।

You might also like!