নয়াদিল্লি, ১০ অক্টোবর: প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি রতন টাটার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে বলেছেন, শ্রী রতন টাটা জির সাথে অনেক আলাপচারিতার স্মৃতি আছে। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন প্রায়ই গুজরাটে তাঁর সঙ্গে দেখা হত। আমরা বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতাম। তাঁর দৃষ্টিভঙ্গি খুবই সমৃদ্ধ ছিল। আমি যখন দিল্লিতে আসি তখনও এই আলাপচারিতা চলতে থাকে। তাঁর প্রয়াণে চরম বেদনাহত। এই দুঃসময়ে তাঁর পরিবার, পরিজনদের আমার সমবেদনা। ওম শান্তি।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার রতন টাটা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সোমবারই রতন টাটার তরফে সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে জানানো হয়, তিনি বয়সজনিত সমস্যার চিকিৎসা করাচ্ছেন। গুরুতর অসুস্থ হওয়ার গুজব তিনি উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার। সঙ্গে ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন।