Country

6 hours ago

Jitendra Singh: দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে,জিতেন্দ্র সিং

Jitendra Singh
Jitendra Singh

 

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর কথায়, "২০১৪ সালে সমগ্র দেশ জুড়ে এক্সপ্রেস রোড করিডোরের সংখ্যা ছিল মাত্র ৯৩ কিলোমিটার। এখন তা ২০ গুণ বেড়ে ২,৪৭৪ কিলোমিটারে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আগে মাত্র ৩০৮,০০০ কিলোমিটার ছিল, এখন তা দ্বিগুণেরও বেশি বেড়ে ৭,৭০,২২৮ কিলোমিটারে দাঁড়িয়েছে। বিমানবন্দরের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। মেট্রো ট্রেন, যা আগে মাত্র ৫টি শহরে ছিল, এখন ২৩টি শহরে চলছে। এর ফলে দেশের যুবসমাজের মধ্যে এখন নতুন আশা ও আকাঙ্খা তৈরি হয়েছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারের বেশি যুবক-যুবতীকে রোজগার মেলার মাধ্যমে নিয়োগপত্র বিতরণ করেছেন। ১৫-তম এই রোজগার মেলা হয় সারাদেশের ৪৭টি স্থানে। এই রোজগার মেলাতেই বক্তব্য রাখার সময় জিতেন্দ্র সিং আরও বলেছেন, "প্রধানমন্ত্রী, রোজগার মেলার মাধ্যমে আপনি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টাও করেছেন যে কর্মসংস্থান মানে কেবল সরকারি চাকরি নয়। এই লক্ষ্যে, অনেক বিকল্প ব্যবস্থা করা হয়েছে। উদাহরণস্বরূপ, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় এখনও পর্যন্ত ৫২ কোটিরও বেশি ঋণ বিতরণ করা হয়েছে।"


You might also like!