সাহারানপুর, ২৬ এপ্রিল : উত্তর প্রদেশের সাহারানপুর অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের। শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সাহারানপুরের দেওবন্দ ব্লকের নিহাল খেরি রোডে একটি আতশবাজি কারখানায় বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দেহাংশ ২০০ মিটারেরও বেশি দূরে ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান চলছে। এই বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যরা দিল্লি-সাহারানপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। সাহারানপুরের জেলাশাসক মনীশ বনসল বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানাটি পরিচালনার লাইসেন্স ছিল। ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ পৌঁছেছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।