Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Country

3 years ago

Rahul Gandhi went to Kingsway : রাহুল গান্ধী সহ অনেক নেতারা গেলেন কিংসওয়েতে

Many leaders including Rahul Gandhi went to Kingsway
Many leaders including Rahul Gandhi went to Kingsway

 

নয়াদিল্লি, ৫ আগস্ট  : মূল্যস্ফীতি, বেকারত্ব, জিএসটি এবং অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত কালো পোশাক পরে বিক্ষোভ করেছে কংগ্রেস। শুক্রবার এই বিক্ষোভে অংশ নেওয়া রাহুল, প্রিয়াঙ্কা সহ প্রায় ৬০ জনকে হেফাজতে নিয়ে তাদের কিংসওয়ে ক্যাম্পে নিয়ে যায় দিল্লি পুলিশ।

কংগ্রেস সাংসদদের পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিক্ষোভ শুরু হয়। রাহুল গান্ধীর উপস্থিতিতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। রাহুল ছাড়াও কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল, শক্তি সিং গোহিল সহ আরও বেশ কয়েকজন সাংসদকেও আটক করা হয়েছে।

বিক্ষোভ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও তৎপর হয়। কংগ্রেস প্রতিবাদ ও মিছিল বের করার চেষ্টা করছিল। রাহুল গান্ধী সহ দলের অনেক সিনিয়র নেতা ও কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সংসদের কাছে কর্মীদের সমাগম বাড়তে থাকে। এরপর পুলিশ নেতাদের হেফাজতে নেওয়ার ব্যবস্থা নেয়।

কংগ্রেস নেতা-কর্মীদেরও রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভ করতে দেওয়া হয়নি। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া কংগ্রেস সদর দফতরে কড়া পাহারায় রয়েছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

You might also like!