Country

7 hours ago

Giriraj singh slammed lalu: লণ্ঠন যুগের সময়ে বিহারে অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছিলেন লালু,গিরিরাজ সিং

Giriraj singh
Giriraj singh

 

বেগুসরাই, ২৩ এপ্রিল : বিহারের উন্নয়ন নিয়ে লালুপ্রসাদ যাদবকে চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। কটাক্ষ করে গিরিরাজ সিং বলেছেন, লণ্ঠন যুগের সময়ে বিহারে অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছিলেন লালু প্রসাদ যাদব। বুধবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "আমি লালু যাদবকে চ্যালেঞ্জ জানাতে চাই, যদি তিনি বিহারের উন্নয়ন নিয়ে বিতর্ক করতে চান, তাহলে তাকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এনডিএ-র কর্মীদের সঙ্গে বিতর্ক করতে হবে। আমরা গান্ধী ময়দান অথবা ফ্রেজার রোডের মতো জায়গায় বিতর্ক করতে পারি। লণ্ঠনের যুগে, লালু যাদব অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছিলেন।"

You might also like!