জম্মু, ১৬ এপ্রিল : বিচারপতি অরুণ পাল্লি বুধবার জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হাইকোর্টের বিচারপতি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়াও উপস্থিত ছিলেন। জম্মুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিচারপতি পাল্লির পিতা-মাতা, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বর্তমান এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা, আইনজীবী, পরিবার এবং বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন।