Country

2 weeks ago

PM Modi election rally in vellore: বিশ্বে একটি শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত, এক্ষেত্রে ভূমিকা রয়েছে তামিলনাড়ুরও : প্রধানমন্ত্রী

India is emerging as a power in the world, Tamil Nadu also has a role to play in this: PM
India is emerging as a power in the world, Tamil Nadu also has a role to play in this: PM

 

ভেল্লোর, ১০ এপ্রিল: বিশ্বে একটি শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ভারত এবং এক্ষেত্রে ভূমিকা রয়েছে তামিলনাড়ুরও। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তামিলনাড়ুর ভেল্লোরে একটি নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় মোদী বলেছেন, "মহাকাশ সেক্টরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তামিলনাড়ু বিরাট অবদান রেখেছে। তামিলনাড়ুর নিরলস পরিশ্রম ভারতকে উৎপাদনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি নিশ্চিত, তামিলনাড়ুতে নির্মিত প্রতিরক্ষা করিডোর এই রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"

জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "যারা দিল্লিতে বসে আছেন তাঁরা হয়তো ভেল্লোরের ভূমি সম্পর্কে জানেন না, তামিলনাড়ুর ভূমি একটি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে... তামিলনাড়ুতে বিজেপি এবং এনডিএ বিপুল জনসমর্থন পাচ্ছে। সমগ্র তামিলনাড়ু বলছে '''এক বার ফের মোদী সরকার।" ডিএমকে ও কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছন, "তামিলনাড়ুকে পুরনো চিন্তা, পুরনো রাজনীতিতে আটকে রাখতে চায় ডিএমকে, ডিএমকে একটি পরিবারের কোম্পানিতে পরিণত হয়েছে। ডিএমকে-র পারিবারিক রাজনীতির কারণে তামিলনাড়ুর তরুণরা এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ডিএমকে থেকে নির্বাচনে লড়তে এবং ডিএমকে-তে এগিয়ে যাওয়ার তিনটি প্রধান মানদণ্ড রয়েছে। তিনটি প্রধান মাপকাঠি হল-পারিবারিক রাজনীতি, দুর্নীতি এবং তামিল-বিরোধী সংস্কৃতি।"

You might also like!