নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল ভারত। এর মধ্যে দু'টি বন্দে ভারত এক্সপ্রেস (হাওড়া থেকে পাটনা পর্যন্ত এবং হাওড়া থেকে রাঁচি) এল বাংলার ঝুলিতে। রবিবার সকালে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি ছাড়াও যে যে রুটের বন্দে ভারত রবিবার উদ্বোধন করা হবে, সেগুলি হল—উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস, তিরুনেলবেলী-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস, হায়দরাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস, বিজয়ওয়াড়া-চেন্নাই (রেণিগুণ্টা হয়ে) বন্দে ভারত এক্সপ্রেস, রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, জামনগর-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস, কাসরগোড-তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস।
এই ৯টি বন্দে ভারত এক্সপ্রেস মোট ১১টি রাজ্যের উপর দিয়ে চলবে। তালিকায় আছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্নাটক, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট। বন্দে ভারতের মাধ্যমে তীর্থস্থানগুলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চেয়েছে রেল। পুরী, মাদুরাই এবং তিরুপতি যাওয়া আরও সহজ হবে। প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, "আজ চালু হওয়া নয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি উল্লেখযোগ্যভাবে যোগাযোগ উন্নত করবে এবং সেইসঙ্গে ভারত জুড়ে পর্যটনকে উৎসাহিত করবে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "গতি, পরিকাঠামো উন্নয়নের মাত্রা ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যাচ্ছে...আজ রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাটের মানুষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সুবিধা পাচ্ছেন। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি দেশের নতুন শক্তিকে চিত্রিত করে।" মোদী আরও বলেছেন, ২৫টি বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে, এখন আরও ৯টি যোগ হল। বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। ১,১১,০০,০০০-এরও বেশি যাত্রী ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করেছেন।"