নয়াদিল্লি, ১১ জুন : কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার জিতেন্দ্র সিং পেয়েছেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব), ভূবিজ্ঞান মন্ত্রক (স্বাধীন দায়িত্ব)। পাশাপাশি, তিনি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী। জিতেন্দ্র সিং মঙ্গলবার কর্মিবর্গ, জনঅভিযোগ, পেনশন মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন জিতেন্দ্র সিং।
জিতেন্দ্র সিং এদিন বলেছেন, "বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় একাধিক বৈপ্লবিক সংস্কার ঘটেছে, যা 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন'-এর চেতনায় অনুপ্রাণিত হয়েছিল। আমি কামনা করি সর্বশক্তিমান আমাদের সক্ষমতা দেবেন এবং ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজ্ঞা পাব আমরা।"