পুণে, ১৫ এপ্রিল : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মুখ খুললেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। মঙ্গলবার মহারাষ্ট্রের পুণে-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "রাজ্য সরকার হিংসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। পুলিশ এবং প্রশাসন এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার বিশ্বাস রয়েছে, তিনি দক্ষতার সাথে এটি মোকাবিলা করবেন।" গুরুগ্রাম জমি কেলেঙ্কারি মামলায় সোনিয়া গান্ধীর জামাই তথা ব্যবসায়ী রবার্ট বঢ়রাকে ইডি-র জিজ্ঞাসাবাদ ও সমন প্রসঙ্গে এদিন সঞ্জয় সিং বলেছেন, দেখা যাক তার কাছে থাকা নথিপত্রের ভিত্তিতে ইডি তাকে কীভাবে জিজ্ঞাসাবাদ করে।"