চেন্নাই, ১৯ অক্টোবর : তামিলনাড়ুর নীলগিরিতে মুষলধারে বৃষ্টির জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। নীলগিরি পার্বত্য রেলওয়ে ট্রেন নম্বর ৫৬১৩৬ মেট্টুপালায়ম - উদগমন্ডলম, ট্রেন নম্বর ৫৬১৩৭ উদগমন্ডলম - মেট্টুপালায়ম এবং ট্রেন নম্বর ০৬১৭১ মেট্টুপালায়ম - উদগমন্ডলম স্পেশাল ট্রেন, ১৯ অক্টোবর (রবিবার)-এর জন্য বাতিল করেছে। দক্ষিণ রেলওয়ের সালেম বিভাগের জনসংযোগ আধিকারিক জি মারিয়া মাইকেল বলেছেন, "গত রাতে নীলগিরিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। অনেক জায়গায় মাটি ধসের ঘটনা ঘটেছে। রেলপথে পাথর ও কাদা এসে পড়েছে এবং কাল্লার - কুনুরের মধ্যে গাছপালা পড়ে ট্র্যাকের উপর দিয়ে ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করেছে।" রবিবার সকালেই তামিলনাড়ুর নাগাপট্টিনামেও ভারী বৃষ্টি হয়েছে।