রাঁচি, ৫ জুলাই : আগামীকাল রবিবার ঝাড়খণ্ডের ছয় জেলার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের যেসব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, সরাইকেলা-খারসাওয়ান, সিমডেগা, লোহারদাগা এবং কোডারমা। আবহাওয়া দফতর এ বিষয়ে কমলা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে আগামী ৮ জুলাই পর্যন্ত ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রপাটের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাঁচি এবং পার্শবর্তী অঞ্চলগুলিতে শনিবার আকাশ মেঘলা ছিল। গত ২৪ ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ বৃষ্টিপাত ধানবাদের পুটকিতে ৬০.৬ মিমি রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজ্যের অন্যান্য অঞ্চলেরও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধানবাদ ৩৬.৪, পালগঞ্জ ৩৪.৬, তোপচাঁচি ৩৪.৬, জারমুন্ডি ৩১, বোকারো থার্মাল ৩০, নারায়ণপুর ৩০, গোবিন্দপুর ডিভিসি ২৯, মহারো ২৬.৪, দুমকা ২৫.২, নন্দাডিহ ২০, ফুসরো ১৯ মিমি বৃষ্টি হয়েছে। শনিবার, রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। এছাড়া জামশেদপুর ৩১.৫, ডালটেনগঞ্জ ৩২.৮, বোকারো ৩১.১ এবং চাইবাসা ২৯.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।