Country

4 days ago

Kailash Mansarovar Yatra: সুখবর, ৩০শে জুন থেকে উত্তরাখণ্ড রুটে শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা

Kailash Mansarovar Yatra
Kailash Mansarovar Yatra

 

নয়াদিল্লি, ২২ এপ্রিল : কোভিড-১৯ মহামারীর কারণে গত চার বছর স্থগিত থাকার পর আগামী ৩০ জুন কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হতে চলেছে। এই তীর্থযাত্রা উত্তরাখণ্ড রুট দিয়ে শুরু হবে। উত্তরাখণ্ড সরকার ও বিদেশ মন্ত্রকের যৌথ তত্ত্বাবধানে এই যাত্রা আয়োজন করা হবে। কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম-কে তীর্থযাত্রা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই যাত্রা দিল্লি থেকে শুরু হয়ে পিথোরাগড় জেলার লিপুলেখ পাস দিয়ে চিনে প্রবেশ করবে। মোট ২৫০ জন তীর্থযাত্রী এই আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এবং শারীরিকভাবে কঠোর ২২ দিনের যাত্রায় অংশগ্রহণ করবেন। তীর্থযাত্রীদের পাঁচটি দলে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটিতে ৫০ জন তীর্থযাত্রী থাকবেন। প্রথম দলটি ১০ জুলাই চিনে প্রবেশ করবে এবং শেষ দলটি ২২ আগস্ট ফিরে আসবে।

You might also like!