মুম্বই, ৫ মে : মুম্বইয়ে ভয়াবহ আগুন লাগল একটি জামাকাপড়ের শোরুমে। সোমবার সকালে মুম্বইয়ের পেদ্দার রোড এলাকায় অবস্থিত লিবাস শোরুমে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছয়। বিভাগীয় দমকল অফিসার ইবি ম্যাটল বলেন, "সোমবার সকাল ৬.৩০-৭টার মধ্যে এখানে আগুন লাগে। দোকানের ভেতরে প্রচুর ধোঁয়া ছিল। দোকানের উপরের তলায় যারা ছিলেন এবং নামতে পারেননি তাদের ছাদে নিয়ে যাওয়া হয়েছিল। পোষ্য প্রাণীদেরও নিরাপদে উদ্ধার করা হয়েছে। মোট ২৪ জন ব্যক্তি, দু'টি কুকুর এবং একটি বিড়ালকেও উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।"
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং শীতলকরণ প্রক্রিয়া চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, এবং তদন্ত শুরু করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা। তিনি বলেছেন, "সোমবার সকাল ৬.৩০-৭টার মধ্যে শর্ট সার্কিটের কারণে সুখ শান্তি ভবনে আগুন লাগে। এই ভবনে অনেক বয়স্ক নাগরিক আছেন যাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হবে।"