Country

1 hour ago

Earthquake Hits Gujarat: ভোররাতে ভূমিকম্প গুজরাটে, সৌরাষ্ট্রে তীব্রতা ৩.০

Mild 3.0 Magnitude Earthquake Hits Gujarat
Mild 3.0 Magnitude Earthquake Hits Gujarat

 

আহমেদাবাদ, ২৪ নভেম্বর : ভোররাতে মৃদু ভূমিকম্প গুজরাটের সৌরাষ্ট্রে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০। ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ সূত্রে খবর, সোমবার ভোররাত ৩.০৬ মিনিটে হয় এই কম্পন। সৌরাষ্ট্রের তালালা থেকে ১৫ কিমি উত্তর-পূর্বে ছিল এর কেন্দ্রস্থল।

গান্ধীনগরের ভূকম্প গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার ভোররাতে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে ৩.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। তালালা থেকে ১৫ কিমি উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

You might also like!