Country

1 year ago

Mandaus: শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়, তবুও তামিলনাড়ুর তিন জেলায় বর্ষণের সতর্কতা

Cyclone losing strength, yet rainfall warning in three districts of Tamil Nadu
Cyclone losing strength, yet rainfall warning in three districts of Tamil Nadu

 

চেন্নাই, ৮ ডিসেম্বর : ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্মিঝড় মান্দৌস। তবে তার অভিমুখ এখনও তামিলনাড়ুর দিকেই। ১২ কিমি প্রতি ঘণ্টা গতিতে তা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে শুধু সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা আরও শক্তি হারাবে বলে মনে করা হচ্ছে। তবে শক্তি হারাতে অনেকটা দেরি করে ফেলায় গোটা রাজ্যজুড়েই তীব্র বৃষ্টিপাত হওয়ার কথা। ইতিমধ্যেই চেঙ্গালপুট্টু, ভিল্লুপুরম ও কাঞ্চিপুরমে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। বর্তমানে মান্দৌস তামিলনাড়ুর প্রায় ৩০০ কিমি দুরে অবস্থান করছে। আজ মধ্যরাতে পন্ডিচেরি ও শ্রীহরিকোটার মধ্যবর্তী কোনও অঞ্চলে মাটিতে আছড়ে পড়বে সে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিতে প্রবেশের সময় এই ঘুর্নিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিমি অবধি যেতে পারে। হাওয়ার দাপট ছাড়াও সাইক্লোনের প্রভাবে তামিলনাড়ুর উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। আজ, গোটা তামিলনাড়ু জুড়ে স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর মান্দৌস শক্তি হারিয়ে ঘুর্নিঝড় থেকে নিম্নচাপে পরিণত হবে।

You might also like!