Breaking News
 
BJP candidate Mukesh Dalal in Surat center:ভোটের আগেই জয়!বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস Aligarh Muslim University:প্রথমবার মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়,১০০ বছরের ইতিহাসে এই প্রথম Lok Sabha Election 2024:তাপপ্রবাহের জন্য ভোট কম,নতুন নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের Passenger agitation in Howrah Station:সময়ে আসেনি ট্রেন,হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ,ভাঙচুরের চেষ্টা ক্ষুব্ধ জনতার US President Donald Trump:ট্রাম্পের ঘুষ দেওয়ার ঘটনা ছিল ‘নির্ভেজাল নির্বাচনী জালিয়াতি’ Kabir Shankar Bose :প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কল্যাণের, বার কাউন্সিলকে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ কবীর শঙ্কর বসুর

 

Country

11 months ago

Cheetah cub dies in Kuno National Park:কুনো জাতীয় উদ্যানে মারা গেল চিতার শাবক

Cheetah cub dies in Kuno National Park
Cheetah cub dies in Kuno National Park

 

শেওপুর/ভোপাল, ২৩ মে  : মঙ্গলবার মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে একটি চিতা শাবকের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া থেকে এখানে আনা মহিলা চিতা জ্বালা দুই মাস আগে চারটি শাবকের জন্ম দেয়। এর মধ্যে একটি শাবক মারা গেছে। রাজ্যের প্রধান বন সংরক্ষক জসভীর সিং চৌহান শাবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুনো পার্ক ম্যানেজমেন্টের তদারকিতে চিতা শাবকটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়, মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি বলেন, জ্বালার বাকি তিনটি শাবক বর্তমানে সুস্থ রয়েছে এবং বন কর্মকর্তারা তাদের উপর নজরদারি করছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জন্মদিনে নামিবিয়া থেকে আনা আটটি চিতা কুনো জাতীয় উদ্যানে ছেড়েছিলেন এরপর দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতাবাঘ এনে এখানে ছেড়ে দেওয়া হয়। এরপর মহিলা চিতা জ্বালা গত ২৪ মার্চ চারটি শাবকের জন্ম দেয়। এরপর কুনো অভয়ারণ্যে আনন্দের পরিবেশ থাকলেও দুই মাসের মধ্যে এখানে চারটি চিতা মারা গেছে। এখন কুনো ন্যাশনাল পার্কে ২০টি চিতা বাকি আছে। এর মধ্যে ১৭টি বড় চিতা এবং তিনটি শাবক ।

You might also like!