Country

1 year ago

BBC: ৬০ ঘণ্টার আয়কর সমীক্ষা শেষে মুম্বই অফিসে মিলল বড় প্রমাণ

BBC Mumbai
BBC Mumbai

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের পর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিবিসির (BBC) দিল্লি অফিসেও আয়কর বিভাগের ‘সমীক্ষা অভিযান’ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। সমীক্ষা শেষ হওয়ার পরে আয়কর দফতরের আধিকারিকদের দিল্লির কেজি মার্গে অবস্থিত বিবিসি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আয়কর বিভাগের সূত্রে জানা গেছে, বিবিসির মুম্বই অফিসে ট্রান্সফার প্রাইসিং নিয়ম লঙ্ঘন সংক্রান্ত কিছু নথি পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। ভারতীয় আয়কর বিভাগ মঙ্গলবার সকাল ১১টা থেকে দিল্লি এবং মুম্বাইতে বিবিসির অফিসে ‘সমীক্ষা অভিযান’ শুরু করে, যা বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। এ সময় কর্মকর্তারা নির্বাচিত কর্মচারীদের আর্থিক তথ্য সংগ্রহ করেন এবং সংবাদ সংস্থার ইলেকট্রনিক ও কাগজের ডেটার কপি তৈরি করেন।

আয়কর কর্মকর্তারা জানিয়েছেন, কর ফাঁকির তদন্তের অংশ হিসেবে দিল্লি ও মুম্বইতে বিবিসির অফিসে এই ‘সমীক্ষা অভিযান’ শুরু করেছে বিভাগ। কর্মকর্তারা বলেছেন, বিবিসির সহযোগী সংস্থাগুলির আন্তর্জাতিক কর এবং স্থানান্তর মূল্য সম্পর্কিত সমস্যাগুলি তদন্ত করার জন্য সমীক্ষা অভিযানটি চালানো হচ্ছে। তিনি বলেছিলেন, সসমীক্ষা অভিযান দলগুলি আর্থিক লেনদেন, সংস্থার কাঠামো এবং সংবাদ সংস্থা সম্পর্কে অন্যান্য বিবরণের উত্তর চাইছে এবং প্রমাণ সংগ্রহের জন্য ইলেকট্রনিক ডিভাইস থেকে ডেটা কপি করছে।

বিবিসির বিরুদ্ধে আয়কর বিভাগের পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। এই সমীক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দলগুলির মধ্যে একটি উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই পদক্ষেপের সময় নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে৷ অন্যদিকে বিজেপি বিবিসিকে ভারতের বিরুদ্ধে ‘বিষাক্ত রিপোর্টিং’ করার অভিযোগ করেছে।

এদিকে, বিবিসি জানিয়েছে, তারা আয়কর কর্তৃপক্ষের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে। একই সময়ে দিল্লিতে বিবিসির এক কর্মী জানিয়েছেন, তারা স্বাভাবিকভাবেই খবর প্রচার করছেন।

You might also like!