
নয়াদিল্লি, ২৫ নভেম্বর : শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুর জী'র ৩৫০তম বলিদান দিবসে আমি তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। মঙ্গলবার এক্সবার্তায় এভাবে শিখ ধর্মগুরুকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, গুরু তেগ বাহাদুর জি তাঁর জীবদ্দশায় আধ্যাত্মিক সাধনা করেছিলেন, সৎসঙ্গ পরিচালনা করেছিলেন এবং নিষ্ঠুর আক্রমণকারীদের হাত থেকে তাঁর সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করেছিলেন। তিনি কাশ্মীরি পণ্ডিতদের জন্য লড়াই করেছিলেন, অত্যাচারী মুঘলদের চ্যালেঞ্জ করেছিলেন এবং ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। বীরত্ব, সংযম, ত্যাগ এবং নিষ্ঠায় পরিপূর্ণ গুরু সাহেব জী'র ত্যাগের গাথা স্মরণ করে আজও আমার হৃদয় গর্বে ভরে ওঠে এবং দেশকে রক্ষা করার সংকল্পে ভরে ওঠে।
