Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Country

1 year ago

Suresh Bhayyaji Joshi:ভারতে যে সকল ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা : সুরেশ ভাইয়াজি যোশী

Suresh Bhayyaji Joshi
Suresh Bhayyaji Joshi

 

জয়পুর, ১২ অক্টোবর : ভারতে যে সকল ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা। জোর দিয়ে বললেন আরএসএস-এর অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ ভাইয়াজি যোশী। শনিবার রাজস্থানের জয়পুরে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, "রাজ্যগুলি আলাদা এবং তাদের ভাষাগুলিও আলাদা, এমনকি এই রাজ্যগুলির ছোট সংস্কৃতিও আলাদা। একটি অনাকাঙ্খিত বিভ্রম তৈরি করা হচ্ছে যে একটি ভাষাই সর্বোচ্চ।"

সুরেশ ভাইয়াজি যোশী বলেছেন, "ভারতে যে সমস্ত ভাষা বলা হয়, সবই রাষ্ট্রীয় ভাষা, তা সেটা তামিল, মালায়ালম, মারাঠি, গুজরাটি, বাংলা অথবা হিন্দিই হোক। এই সব ভাষার পেছনের ধারণা একটাই। ভাষা ভিন্ন, কিন্তু আমাদের চিন্তাভাবনা একই।" সুরেশ ভাইয়াজি যোশী আরও বলেছেন, "ভারতীয় সংস্কৃতি ও পরম্পরায়, 'শস্ত্র' শক্তি এবং সংযম, পাশাপাশি ভারসাম্য উভয়েরই প্রতীক। এই উৎসব সকলের কাছে একটি বার্তা পাঠায় যে : 'ধর্ম' এবং 'অধর্ম'-এর মধ্যে যুদ্ধে আমাদের অবশ্যই 'ধর্ম'-এর পাশে দাঁড়াতে হবে; সত্য এবং মিথ্যার রাজ্যে, আমাদের অবশ্যই সত্যকে সমর্থন করতে হবে এবং ন্যায় ও অন্যায়ের প্রেক্ষাপটে আমাদের অবশ্যই আমাদের হৃদয়ে এই বিজয়ের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

You might also like!