Country

2 days ago

Goa Tragedy: গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত কমপক্ষে ৩০ জন

Goa Stampede Horror,6 Dead, 30 Injured at Temple Festival
Goa Stampede Horror,6 Dead, 30 Injured at Temple Festival

 

পানাজি, ৩ মে : গোয়ার শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৬ জন। এছাড়াও কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোররাতে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল বলেছেন, শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। জনাকীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড় এবং যথাযথ ব্যবস্থার অভাবকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আহতদের শরীরীক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মাপুসার জিএমসি এবং উত্তর গোয়া জেলা হাসপাতালে যান, যেখানে আহতদের চিকিৎসা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৪টে নাগাদ। ৫০ হাজারেরও বেশি মানুষ ছিলেন। আহতদের চিকিৎসা চলছে।


You might also like!