Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Country

3 years ago

policemen Feliciated in Independence : বীরত্বের জন্য ৩৪৭ জনকে পুলিশ পদকে সম্মানিত, জম্মু-কাশ্মীর থেকে ২০৪ জন

347 policemen feliciated in Independence
347 policemen feliciated in Independence

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে মোট ১,০৮২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদকে সম্মানিত করা হবে। এর মধ্যে ৩৪৭ জন বীরত্বের জন্য পুলিশ পদক (পিএমজি) পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ৩৪৭টি বীরত্ব পুরস্কারের মধ্যে ২০৪ জন জম্মু ও কাশ্মীর অঞ্চলে তাঁদের বীরত্বের জন্য কর্মীদের পুলিশ পদক দেওয়া হচ্ছে। নকশাল প্রভাবিত এলাকায় বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্য ৮০ জন কর্মচারী এবং উত্তর পূর্ব অঞ্চলে ১৪ জন কর্মীকে বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হচ্ছে।

বীরত্বের পুরষ্কার পাওয়া কর্মীরা হলেন সিআরপিএফ থেকে ১০৯, জম্মু-কাশ্মীর পুলিশ থেকে ১০৮, বিএসএফ থেকে ১৯, মহারাষ্ট্রের ৪২, ছত্তিসগড় থেকে ১৫ এবং বাকি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে।

বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ৮৭ জন কর্মীকে এবং ৬৪৮জন কর্মীকে মেধাবী সেবার জন্য পুলিশ পদক (পিএম) দেওয়া হবে।

You might also like!