শিলিগুড়ি, ২২ জানুয়ারি: শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত নিমাই মাওরিয়া বস্তি এলাকায় এলাকাজুড়ে পড়ে রয়েছে ছোপ ছোপ রক্ত । সোমবার সকালে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার বিভিন্ন জায়গায় রক্তের ছোপ দেখতে পান। শুধু রাস্তাতেই নয়, রক্তের দাগ দেখতে পাওয়া যায় এলাকার একাধিক বাড়ির দেওয়ালে। পুলিশ এসে রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। যদিও এই রক্ত আদৌ মানুষের নাকি অন্য প্রাণীর, তা নিয়ে তা এখনও কিছু জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা।