দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলোকসভা ভোটের আগে CAA ইস্যুতে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র । শান্তনু ঠাকুরের পর এবার শুভেন্দু অধিকারী । দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কবে কার্যকর হচ্ছে, তার দিনক্ষণ এবার ঘোষণা করলেন বিরোধী দলনেতাও । শুভেন্দু জানালেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিএএ চালু হয়ে যাবে । এদিকে, দিন দুয়েক আগেই বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঘোষণা করেছিলেন, আগামী সাতদিনের মধ্যেই দেশে চালু হবে সিএএ । সেই দিনক্ষণ আরও কয়েকদিন বাড়িয়ে দিলেন শুভেন্দু ।
শুভেন্দু জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষের দিকে চালু হয়ে যাবে সিএএ । ২৯ ফেব্রুয়ারির মধ্যে নাম নথিভুক্তকরণের সুযোগ দেওয়া হবে । তাঁর আরও দাবি, সিএএ-র সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই । এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় ।
শান্তনু ঠাকুর দাবি করেছেন, ' আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে লাগু হবে সিএএ । মতুয়াদের অনেকেই নাকি ভোট দিতে পারেন না। সিএএ হলে মতুয়ারা যোগ্য সম্মান পাবে।' পাল্টা শান্তনুকে আক্রমণ করেছেন মমতা ও অভিষেকও ।
মুখ্যমন্ত্রীর বলেন, 'সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না। সবাই নাগরিক। নাহলে কেউ ভোট দিতে পারতেন না।' অন্যদিকে, অভিষেকের কথায়, 'শান্তনুবাবুর যিনি নেতা, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক মাস আগে বলেছিলেন নীতীশ কুমারের জন্য এনডিএ-র দরজা বন্ধ। কী হল?'