দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে রাজ্যের বিভিন্ন দফতরের চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছিল রাজ্য সরকার। এবার শিক্ষা দফতরের অধীন কর্মীরাও এর আওতায় এলেন।
ব্রাত্য বসু লিখেছেন, ‘এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।’ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল, ২০২৪ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ, ১ এপ্রিল থেকে এ পর্যন্ত যাঁদের অবসর হয়েছে, এককালীন ভাতার বর্ধিত অংশ পাবেন। এত দিন এরা কেউ পেতেন দু’লক্ষ টাকা, কেউ তিন লক্ষ টাকা। এ বার তা অনেকটা বাড়ায় কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী উপকৃত হবেন।