West Bengal

2 hours ago

Rare View of Kanchenjunga: দার্জিলিং যাওয়ার দরকার নেই, জলপাইগুড়ি থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

Rare View of Kanchenjunga, India's Highest Mountain Peak
Rare View of Kanchenjunga, India's Highest Mountain Peak

 

জলপাইগুড়ি, ২৬ সেপ্টেম্বর : যেতে হচ্ছে না দার্জিলিং। জলপাইগুড়ি থেকেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। আকাশ পরি‌ষ্কার হতেই উঁকি দিচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। সেই দৃশ্য উপভোগ করছেন সেখানকার বাসিন্দা এবং পর্যটকরা। 'ঘুমন্ত বৃদ্ধ'-কে দেখতে পেয়ে খুশি বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া অবশ্য বিরল কোনও ঘটনা নয়। সাধারণত অক্টোবর মাসের শেষ দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে। শুক্রবার ভোর থেকেই আকাশ মেঘমুক্ত ছিল। রোদও উঠেছে ঝলমলে। এতেই জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য।

You might also like!