নদিয়া, ২৮ জানুয়ারি : নদিয়া বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল। নদিয়ার রানাঘাট শিয়ালদাহ শাখায় চালু হল রূপান্তরিত মাতৃভূমি লেডিস স্পেশাল ট্রেন। রবিবার সকাল ১০:৪৫ নাগাদ রানাঘাট পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে পরিষেবা শুরু হয়।
ট্রেনটিতে রয়েছে দুটি পেশাল কোচ। রয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি। এছাড়াও জনসাধারণের জন্য জেনারেল কামরা রয়েছে। প্রথম শ্রেণীর কোচের আরাম দায়ক বসার ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা মোবাইল চার্জিং সহ একাধিক সুবিধা রয়েছে। ট্রেনটির উদ্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উপস্থিত ছিলেন দীপক নিগম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিয়ালদাহ ডিভিশন। ট্রেন উদ্বোধনের শেষে বিজেপি সংসদ জগন্নাথ সরকার বলেন, ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করেছে মুম্বইয়ের পর দ্বিতীয় এই ট্রেন। সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই রানাঘাট স্টেশন থেকে ৭ঃ৪৫ মিনিটে শিয়ালদা গামী এই ট্রেন ছাড়বে। আমি অত্যন্ত খুশি ইস্টার্ন রেলওয়ের এই উদ্যোগে।''