দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।আসন্ন লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে আর জোড়ালো করতেই যে এই সফর তা আর বলার পেক্ষা রাখে না। কোচবিহার, শিলিগুড়ির পর মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তাঁর। রায়গঞ্জের সভাস্থলের ঠিক পাশে এই জেলার নিজস্ব তুলাইপাঞ্জি চাল আর পাঞ্জিপাড়ার হলুদের প্রদর্শনী কেন্দ্র সাজিয়ে তুলছেন স্বনির্ভর দলের মহিলারা।
মঙ্গলবার রায়গঞ্জ শহরের স্টেডিয়ামে সরকারি কল্যাণমূলক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মঞ্চ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস-সহ কয়েকটি জন পরিষেবার সূচনা করার কথা। আর সেখানেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তরফে মুখ্যমন্ত্রীর হাতে সুগন্ধী তুলাইপাঞ্জি চাল তুলে দেওয়ার কথা।
সোমবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাতে তাঁর ছবি-সহ ব্যানারে ছেয়ে গিয়েছে গোটা শহর। পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থলের চারপাশ। রাস্তায় রাস্তায় তল্লাশির জন্য বাড়ানো হয়েছে নাকা চেকিং। প্রশাসন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘পথশ্রী’ প্রকল্পের একাধিক রাস্তার উদ্বোধনের কথা রয়েছে। সেইসঙ্গে পাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস থেকে শুরু করে একাধিক হস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ থেকে বারসই সড়ক রাস্তার কাজ দ্রুত শেষ করার ব্যাপারেও মুখ্যমন্ত্রীর বিশেষ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।