দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল কৃষির উপর জোর দিতে। তাঁরা বলছেন মোবাইল ফোন, ইন্টারনেট- কৃষিতে ব্যবহার করে। ফলনে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছনো যাবে, কৃষি ক্ষেত্রে দক্ষতাও বাড়বে।
সেই সঙ্গে দেবাশিস চক্রবর্তী, প্রিয়ব্রত সাঁতরার মতো কৃষিবিজ্ঞানীরা ফসলের ফলন বাড়াতে জোর দিচ্ছেন চাষের জমির মাটিতে নাইট্রোজেনের কার্যকারিতা বাড়ানোর উপর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরে কর্মরত আধিকারিক ও বিজ্ঞানীদের সংগঠন স্টেট এগরিকালচারাল টেকনোলজিস্টস সার্ভিস অ্যাসোসিয়েশন (সাটসা), পশ্চিমবঙ্গ-র ৭৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে।
সেখানেই কৃষিবিজ্ঞানীরা খাদ্যসুরক্ষার প্রেক্ষিতে কয়েকটি জরুরি পদক্ষেপের কথা জানান। ওই সভায় ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, কৃষি অধিকর্তা প্রভাত বসু প্রমুখ।