West Bengal

10 months ago

ED officials in a meeting at Nizam Palace:নিজাম প্যালেসে বৈঠকে ইডি অধিকর্তা

Nizam Palace
Nizam Palace

 

কলকাতা, ২ জুন  : পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি। চিটফান্ড সংক্রান্ত মামলা থেকে ব্যাঙ্ক জালিয়াতি। ইডির হাতে থাকা একাধিক মামলার তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে, কী অগ্রগতি? কী অবস্থা, সে সব নিয়ে আলোচনায় বসলেন আধিকারিকদের সঙ্গে।

নানা ব্যাপারে খোঁজখবর নিলেন ইডি-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে এসেছেন তিনি। শুক্রবার সকাল ৯টা ৫৫-এ পৌঁছন সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন ডিরেক্টর। কোন পথে এগোবে তদন্ত প্রক্রিয়া, সে নিয়ে রূপরেখা ঠিক করে দেন তিনি। শনিবারও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সূত্রের খবর, রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন মোড় আনতে পারে, ‘কালীঘাটের কাকু’র গ্রেফতারি। এমনটাই মনে করছে ইডি। ঠিক সেই সময়ই শহরে এলেন ইডির প্রধানের আগমন ঘিরে উৎসাহ বাড়ছে সাধারণ মানুষের মনে। তবে কি ইডি-কর্তা নিজে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করবেন? তাঁর আগমন ও কালীঘাটের কাকুর গ্রেফতারির মধ্যে কোনও সম্পর্ক আছে কি না সে ব্যাপারে এখনও জানা যায়নি ইডি সূত্রে। তবে আপাতত জানা যাচ্ছে, ইডির হাতে থাকা মামলাগুলির কোনটায় কেমন অগ্রগতি হয়েছে, তা দেখতেই শহরে এসেছেন মিশ্র।

এই সঞ্জয় কুমার মিশ্রকেই গত নভেম্বরে নিয়ম বদলে তৃতীয়বারের জন্য ইডির মাথার উপর রাাখে কেন্দ্র। সঞ্জয়বাবুর কাজ করার মেয়াদ ১ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়।


You might also like!