West Bengal

2 months ago

Landslides in Darjeeling : টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়, মৃত এক বৃদ্ধ

Landslides in Darjeeling
Landslides in Darjeeling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়৷ জায়গায় জায়গায় ধসের ঘটনা ঘটেছে। ধসের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের৷ মৃতের নাম রঘুবীর রাই (৭৮)৷  ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের সুখিয়া ব্লকে৷ প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন ওই বৃদ্ধ। সে সময় ধস নামে৷ বাড়ির বাকি চারজন সদস্য ধসের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেও রান্নাঘরে আটকে যান ওই বৃদ্ধ। যার ফলে ধসে চাপা পড়ে প্রাণ হারান তিনি। এরপর বিপর্যয় মোকাবিলা দল এবং সুখিয়াপোখরি থানার পুলিশ এসে বৃদ্ধের দেহটি উদ্ধার করে।দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী বৃদ্ধের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷

You might also like!