West Bengal

3 days ago

Monsoon: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু!

Cyclone in the Bay of Bengal (File Picture)
Cyclone in the Bay of Bengal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির ঘাটতি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টির আশায় অপেক্ষারত মানুষজন কিছুতেই বৃষ্টির দেখা পাচ্ছে না। অবশেষে স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শুক্রবার বিকেলের পর থেকে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। ভারী বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, শুক্রবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। তারপর আগামী শনিবার থেকে তিন চার দিনে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

You might also like!