West Bengal

1 year ago

Ganga Sagar 2024 :নদীর চড়ে ভেসেল আটকে বিপত্তি, গঙ্গাসাগর পুণ্যার্থীদের উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী

Coast Guard rescues Ganges pilgrims after vessel stuck in river
Coast Guard rescues Ganges pilgrims after vessel stuck in river

 

কাকদ্বীপ, ১৬ জানুয়ারি : মুড়ি গঙ্গা নদীর চড়ে ভেসেল আটকে গিয়ে বড়সড় বিপত্তির মধ্যে পড়লেন গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীরা। যদিও, উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় পুণ্যার্থীদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, গঙ্গাসাগর তীর্থস্থানের কাছে কাকদ্বীপে প্রায় ৪০০ তীর্থযাত্রী নিয়ে একটি ভেসেল নদীর চড়ে আটকে যায়। উপকূল রক্ষী বাহিনী বড়সড় অভিযানে নেমে তীর্থযাত্রীদের উদ্ধার করেছে।

উপকূল রক্ষী বাহিনী আরও জানিয়েছে, তীর্থযাত্রীরা মকর সংক্রান্তি উপলক্ষে পবিত্র পুণ্যস্নান সেরে গঙ্গাসাগর থেকে ফিরে যাচ্ছিলেন। দৃশ্যমানতার কারণে দিকভ্রষ্ট হয়ে নদীর চড়ে আটকে যায় তাঁদের ভেসেল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০০-র বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার করার প্রচেষ্টা চলছে।


You might also like!