সোনারপুরঃ এই প্রথম কোন ভারতীয়রা মাউন্ট ব্রহ্মার সফল অভিযান করলেন। সোনারপুর আরোহী নামে পর্বত আরোহীদের একটি দল মঙ্গলবার সকালে এই শৃঙ্গটি আরোহণ করেন। প্রথমবার ১৯৭৩ সালে ইংলন্ডের ক্রিস বনিংটন আরোহণ করেন এই শৃঙ্গ। ১৯৭৮ সালে ইংল্যান্ডের আরও একটি অভিযাত্রী দল এই শৃঙ্গ আরোহণ করেন। ১৯৭৯ সালে জাপানের পর্বত আরোহীদের একটি দলও এই শৃঙ্গ জয় করেন। কিন্তু এই প্রথম কোন ভারতীয় এর আগে এই শৃঙ্গ অভিযান করে সফল হন নি। প্রথমবার শৃঙ্গ জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই শৃঙ্গ জয় করলের সোনারপুর আরোহী দলের সদস্যরা।
মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্গা জয়ী রুদ্রপ্রসাদ হালদারারের নেতৃত্বে ১৫ জনের একটি দল রওনা দেয় সোনারপুর থেকে দুটি ভাগে ভাগ হয়ে। প্রথম দলটি যায় ২৭শে জুন। দ্বিতীয় দলটি যায় ৪ ঠা জুলাই। সোমবার রাত্রি ১১টা নাগাদ ৫ জন শেরপা ও ৯ জনের দল সামিটের উদ্দেশ্যে রওনা দেয়। আজ সকাল সাড়ে দশটার আশেপাশে সামিট করেন তারা। অভিযাত্রী দলের সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
গত বছর এই পর্বত আরোহীদের দলটি সফল ভাবে ইন্দ্রাসন ও দেও টিব্বা অভিযান করে। এবার লক্ষ্য ছিল কাশ্মীর হিমালয়ের কিশতাওয়ার রেঞ্জের ব্রহ্মা ১ শৃঙ্গ(৬৪১৬ মি) এবং ব্রহ্মাস অয়াইফ (৫৭২৮ মি)। ট্যাকনিক্যালি কঠিন এবং বিপদজনক পিক অভিযানের জন্য এবার তরুণ ও অভিজ্ঞ অভিযাত্রীদের উপরেই নির্ভর করেছিল। এই দলে একদিকে যেমন রয়েছেন রুদ্রপ্রসাদ হালদার, তেমনি রয়েছেন সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের রেকর্ডধারী সত্যরূপ সিদ্ধান্তের মতো পর্বত আরোহীরা।