দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই পূর্ব ভারতে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু হতে চলেছে।উল্লেখ্য, পূর্ব ভারতে ইতিমধ্যে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দেওয়া শুরু করেছে। পুজোর আগেই শুরু হচ্ছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।হাওড়া পুরী বন্দেভারত ইতি মধ্যেই পরিষেবা শুরু করেছে, এবার আরো একটি বন্দে ভারত চালু হতে চলেছে সেখানে। উল্লেখ্য,এটি ওড়িশার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। যা পুরী থেকে পরিষেবা দেবে বলে জানা গিয়েছে।
এই বছরই রাজ্য তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছিল। যা পশ্চিমবঙ্গের হাওড়া ও ওড়িশার পুরী স্টেশনের মধ্যে চলে।ওড়িশার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পুরী এবং রাউরকেলার মধ্যে চলবে। মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আধা-উচ্চ গতির ট্রেনটির সূচনা করবেন বলে মনে করা হচ্ছে। ট্রেনটি বেশ কয়েকটি স্টেশনে থামবে। এই ট্রেন পুরী - ভুবনেশ্বর - কটক - আঙ্গুল - রৌরকেলা রুটে চলবে।
সূত্রের খবর, শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন পুরী - রৌরকেলা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে। এটি খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, ঢেনকানাল, আঙ্গুল, কেরেজাঙ্গা, সম্বলপুর শহর এবং পুরী এবং রৌরকেলার মধ্যে ঝাড়সুগুড়াতে থামবে বলে মনে করা হচ্ছে। ট্রেনটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যখন ট্র্যাকটি সর্বোচ্চ ১৩০ মাইল প্রতি ঘণ্টা গতির জন্য আপগ্রেড করা হয়।
অস্থায়ী সময়সূচী অনুসারে, ট্রেনটি পুরী থেকে সকাল ৫ টায় ছাড়বে এবং রাউরকেলা পৌঁছাবে ১২. ৪৫ টায়। ফেরার পথে, এটি রাউরকেলা থেকে ২. ১০ টায় যাত্রা শুরু করবে এবং রাত ৯. ৪০ মিনিটে পুরী পৌঁছাবে। ভুবনেশ্বর ট্রেনটি পাঁচ মিনিটের জন্য থামবে, অন্য স্টেশনগুলিতে স্টপেজ দুই মিনিটের জন্য হবে।