Odisha

1 week ago

Naveen Patnaik Elected BJD President: নবীনেই আস্থা বিজেডি-র, টানা নবম মেয়াদে সভাপতি পুনর্নির্বাচিত

Naveen Patnaik
Naveen Patnaik

 

ভুবনেশ্বর, ১৯ এপ্রিল : নবীন পট্টনায়েকের ওপরই আস্থা রাখল বিজু জনতা দল (বিজেডি)। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই নিয়ে টানা নবম মেয়াদে বিজেডি-র সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার শঙ্খ ভবনে অনুষ্ঠিত দলের রাজ্য কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এই পদের জন্য তাঁর নাম নির্বাচিত করা হয়। ওড়িশার বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক টানা ৯ বার বিজু জনতা দলের (বিজেডি) সভাপতি নির্বাচিত হয়েছেন। দলের অন্য কেউ সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার শঙ্খ ভবনে বিজেডি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে।


You might also like!