Livelihood message

7 months ago

HS 2025: একটানা ৬ দিন পরীক্ষা! ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের পুরো রুটিন দেখুন, কটায় শুরু হবে?

Test 6 days in a row! See the full routine of high school in 2025, what time will it start?
Test 6 days in a row! See the full routine of high school in 2025, what time will it start?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী বছর উচ্চমাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে? সেটার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার বিকেলের দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন যে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। চলবে ১৮ মার্চ পর্যন্ত। সেই ঘোষণার কিছুক্ষণ পরে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দিয়েছে সংসদ। সেই সূচি অনুযায়ী, ২০২৪ সালের মতো শুক্রবার থেকে নয়, ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর কোনও ছুটি ছাড়াই একটানা ছ'দিন পরীক্ষা হবে বলে জানিয়েছে সংসদ।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি

৩ মার্চ (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।

৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।

৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।

৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।

৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।

৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।

১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।

১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।

১৩ মার্চ (বৃহস্পতিবার): ম্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।

১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।

১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

কখন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে?

হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট ছাড়া বাকি বিষয়গুলির পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ পুরনো সময় মেনেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মতো সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে না। আর সংসদের তরফে জানানো হয়েছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে দু'ঘণ্টা (সকাল ১০ টা থেকে বেলা ১২ টা)।


You might also like!