রায়পুর, ১ আগস্ট : রাখি বন্ধন উৎসবের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বছরের বিশেষ এই দিনের অপেক্ষায় থাকেন প্রতিটি ভাই-বোন। শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, বিপদ থেকে রক্ষা করতেই ভাইয়ের থাকে রাখি পরিয়ে দেন বোনেরা। এই রাখিবন্ধন উৎসবের জন্য এখন জোরকদমে কাজ করে চলেছেন ছত্তিশগড়ের রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দম ফেলার ফুরসৎ নেই এখন তাঁদের। বীজের সাহায্যে তাঁরা তৈরি করছেন রাখি, পরিবেশ-বান্ধব রাখি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রায়পুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা জানিয়েছেন, "আমরা ধান, করলা, কুমড়ো, করলার বীজ ব্যবহার করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করছি। রাখিবন্ধন উৎসবের পর সেই বীজ রাখি থেকে আলাদা করে একটি পাত্রেও লাগানো যেতে পারে। আমরা এই ধরনের রাখিগুলি অর্ডারের নিরিখে তৈরি করি।" ব্যক্তিগত এবং সরকারি উভয় ধরনের অর্ডার তাঁরা পেয়ে থাকেন বলে মহিলারা জানিয়েছেন। এবার বিক্রি ভালোই হবে বলে তাঁদের আশা।