বিশিষ্ট অতিথির হাতে সম্মানিত হয়ে খুশি নব-কৃষান পরিবার। সম্প্রতি দুরন্ত বার্তা দৈনিক বাংলা সংবাদপত্রের উদ্যোগে শুক্রবার সৃজনী সাংস্কৃতিক মঞ্চ রাঢ়বঙ্গ বর্ষসেরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সম্মান ২২ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটির লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রয়াসকে সর্বসমক্ষে উপস্থাপন ও স্বীকৃতি প্রদান করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে অনুপ্রেরণা দেওয়া বাংলার অর্থনীতিকে বরাবরই সমৃদ্ধ করে এসেছে বাংলার ছোট শিল্প উদ্যোগ। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে স্বনির্ভর গোষ্ঠীসহ খুদ্র শিল্পগুলি নিজেদের কাজের মাধ্যমেই বাংলার অর্থনীতিকে বলিষ্ঠ করার পাশাপাশি নতুন প্রজন্মকে কর্মমুখী ও স্বনির্ভর করতে সাহায্য করেছে। আর সেই মতোই নব-কৃষাণ (কৃষি সংস্থা) তাদের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে বহু ছেলে মেয়েকে কর্মমুখী করেছে। তাদের ব্যাবহৃত একাধিক পণ্য ব্যবহার করে রাজ্যের কৃষক, মাছ উৎপাদনকারি থেকে গো প্রতিপালক অনেকেই উপকৃত হয়েছেন। তাদের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছে একাধিক বিশিষ্টরা। আর তাই সম্মাননা মঞ্চে তাদের হাতে মোমেন্ট ও সংস্থাপত্র তুলে দিলেন বিশিষ্টরা। ক্ষুদ্র উদ্যোগ প্রতিদিন এই প্রয়াসকে আরো উৎসাহিত করার জন্য এদিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায় মাননীয় মেয়র দুর্গাপুর পৌরনিগম, তাপস চৌধুরী অবসরপ্রাপ্ত আই এ এস স্টাফ সিলেকশন সদস্য পশ্চিমবঙ্গ সরকার, ডঃ সুবীর মুখার্জি পূর্ত পরিবহন কর্মধ্যক্ষ হুগলি জেলা পরিষদ এবং দুরন্ত বার্তা পত্রিকার সম্পাদক কুমার নস্কর। নব কৃষাণ সংস্কার কর্মকর্তা সমির রানা জানান পত্রিকার এই ধরনের প্রয়াসে আগামী দিনের পথ চলাকে তাদের অনেকটাই অনুপ্রেরনা যুগিয়েছে। এ ধরনের অনুষ্ঠানে তারা সম্মাননা পেয়ে খুশি সংস্থার সমগ্র কর্মীবৃন্দ