দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন দাবি নিয়ে,পোস্টার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গার যাওয়ার অনেক নজির আছে সাইকেলে বা মটর সাইকেলে। কিন্তু পেয়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নজির নেই। বেকারত্বের মহাজ্বালা। সেই জ্বালা থেকে মুক্তি দিতে, সহায় হতে পারেন মা ভবতারিনী। তাই তাঁর কাছে প্রার্থনা জানাতে দিল্লি থেকে পায়ে হেঁটে রওনা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। উত্তরপ্রদেশের ইটাহার জেলার বাসিন্দা যুবক সুদেশ কুমার। তিনি বিগত দু’মাস আগে দিল্লি থেকে শুরু করেছেন যাত্রা। প্রায় ১২-১৩০০ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে তিনি এসে পৌঁছেছেন আসানসোলে। লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। খুব শীঘ্রই মা ভবতারিণীর সামনে গিয়ে নিজের প্রার্থনা জানাতে চান উত্তরপ্রদেশের এই যুবক।
বর্তমানে সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে রওনা দিচ্ছেন লাদাখ,তো কেউ আবার যাচ্ছেন কেদারনাথের দিকে। অনেকেই আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন ভারত ভ্রমণের জন্য। বিভিন্ন জনের সঙ্গে থাকছে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা। এমত অবস্থায় বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে দক্ষিণেশ্বর মুখী হয়েছেন উত্তরপ্রদেশের যুবক। উত্তর প্রদেশের ইটাহার থেকে তিনি প্রথমে পৌঁছন দিল্লি। সেখান থেকে পায়ে হেঁটে তিনি দক্ষিণেশ্বর মুখী হয়েছেন।