Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Livelihood message

2 years ago

Bengal Institute of Science and Technology: বেঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিবিএ ও বিসিএ কোর্সে দিশা দেখাচ্ছে নতুন প্রজন্মকে

Bengal Institute of Science and Technology (Collected)
Bengal Institute of Science and Technology (Collected)

 

দুরন্ত বার্তা এডুকেশন ডেস্কঃ বেঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি পেশাগতভাবে পরিচালিত একাডেমিক প্রতিষ্ঠান যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই  ইনস্টিটিউটটি পুরুলিয়াযর ছাত্র-ছাত্রীদের জন্য  ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে বর্তমান সময়ে নতুন দিশা দেখাচ্ছে।

শিক্ষাবিদ, পেশাদার ম্যানেজার এবং সমাজকর্মী দ্বারা পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল উদ্দেশ্য হল পেশাদার এবং প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে দেওয়া। নতুন শতাদ্বির সঙ্গে সামঞ্জস্য রেখে ইনস্টিটিউট তরুণ প্রার্থীদের পেশাদার জ্ঞান প্রদানের জন্য বাস্তব জীবনের এক্সপোজারের সাথে একাডেমিক দক্ষতার একটি অনন্য সমন্বয় প্রদান করে।

এই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হল- শিক্ষার্থীদের মধ্যে উচ্চমানের আচরণ ও শৃঙ্খলা গঠনের মধ্যে দিয়ে আনন্দময় পঠন পাঠনের পরিবেশ তৈরি করা, পেশাগত আচরণ এবং নৈতিকতা গঠন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এমন দক্ষতা প্রদান করা যা তাদেরকে তাদের কর্মক্ষেত্রে সফল করে তুলতে পারে।  


এই প্রতিষ্ঠানে মূলত Bachelor of business Administration (BBA-H) ও Bachelor of Computer Application (BCA-H) কোর্সে পঠন পাঠন হয়ে থাকে। 

শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত সহায়তা পেতে পারে। কলেজের নিজস্ব একটি সুবৃহৎ ও সুসজ্জিৎ, সমৃদ্ধ পাঠাগার রয়েছে। শিক্ষার্থীরা পাঠাগার থেকে সমসাময়িক বই এবং জার্নাল নির্বাচন করতে পারবে। কলেজ সাশ্রয়ী মূল্যে বাইরের ছেলে মেয়েদের জন্য আলাদাভাবে হোস্টেল সুবিধাও রয়েছে, এছাড়া ও কলেজে অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন ক্রীড়া সুবিধা সহ শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার খেলার মাঠ রয়েছে।

কলেজে একটি ট্রেনিং ও প্লেসমেন্ট সেল রয়েছে যার দ্বারা উচ্চ শিক্ষার পাশাপাশি যোগ্য বিবিএ এবং বিসিএ ব্লু চিপ কোম্পানিতে ভালো প্লেসমেন্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এছাড়াও কলেজ বিভিন্ন প্লেসমেন্ট পরামর্শদাতা এবং সংস্থার মাধ্যমে ক্যাম্পাস ইন্টারভিউ এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্টের দিকটিতেও বিশেষ নজর দেয়। কলেজের প্লেসমেন্ট সেল থেকে ক্যারিয়ার গাইডেন্স সাপোর্টের মাধ্যমে, শিক্ষার্থীরা শিল্প ও বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য পায় যা তাদের আরও ভালো প্লেসমেন্ট অর্জনে সহায়তা করে। 

 

বেঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে আরো জানতে ও এখানে পঠিত বিষয় সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন নিম্নোক্ত ঠিকানায়- 

Bengal Institute of Science & Technology

TATA ROAD,

P.O - Dulmi-Nadiha

Pin- 723102,Purulia, West Bengal

দুরভাষ সংখ্যাঃ 

 + 919932711293

+91 7407733260

+91 9851177856

ইমেলঃ 

Email-information.bist@gmail.com

Email-bistpurulia@gmail.com


You might also like!