Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Livelihood message

2 years ago

AIESL Recruitment 2023: রাজ্যের বিমান সংস্থা AIESL-এ কর্মী নিয়োগ, কবে আবেদনের শেষ দিন?

AIESL Recruitment 2023
AIESL Recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিমান সংস্থা AIESL-এ কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের বাসিন্দারা আবেদন করতে পারবেন। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার

শূন্যপদ : পশ্চিমবঙ্গে ১২টি , গোটা দেশে ২০৯ টি।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে , সরকার স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার কোর্স থাকতে হবে।

মাসিক বেতন : ২৭,০০০ টাকা।

বয়স : ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী জেনারেল প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি।

আবেদন মূল্য : ১০০০ টাকা।

You might also like!