দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অপেক্ষার আর মাত্র কয়েকদিন, তারপরেই রং খেলার আনন্দে মেতে উঠবেন প্রত্যেকেই। কিন্তু রং ও আবিরে উপস্থিত একাধিক রাসায়নিক যে চুলেরও অনেক ক্ষতি করতে পারে, সে কথা নিশ্চয়ই ভুলে যাননি! তাই তো রং খেলতে যাওয়ার আগে এবং দোল উৎসবের পরে কিছু নিয়ম মেনে চুলের যত্ন নিতেই হবে। আর এক্ষেত্রে যদি আয়ুর্বেদে উল্লেখিত পদ্ধতিতে চুলের যত্ন নিতে পারেন, তাহলে তো কোনও কথাই নেই! রং-আবিরের মধ্য়েও আপনার চুল যে সুরক্ষিত থাকবে, সে কথা এক প্রকার হলফ করে বলতে পারি।
দোলের আগে নিন চুলের যত্ন
প্রথম উপায়
দোল খেলতে যাওয়ার আগে চুলের জট ছাড়িয়ে নেওয়া আবশ্যক। নাহলে রং ও আবির লেগে যে চুলে আরও বেশি জট পড়তে পারে, সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই রং খেলতে যাওয়ার আগে প্রথমে হাত দিয়ে ও পরে চিরুনির দ্বারা চুলের জট ছাড়িয়ে নিন। তারপরে তেল মালিশ করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সঠিক নিয়মে তেল মাখতে ভুলবেন না। এতে আপনার চুল সুরক্ষিত থাকবে।
বেঁধে নিন চুল
চুল খোলা রেখে রং খেললে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি, এমনকী অতিরিক্ত পরিমাণে চুলও ঝরতে পারে। তাই রং খেলতে যাওয়ার আগে চুল বেঁধে নিন। এতে আপনার চুলও সুরক্ষিত থাকবে এবং হেয়ার ফল হওয়ার আশঙ্কাও কমবে।
দোলের পরে মেনে চলুন এই নিয়ম
রং খেলে আসার পরে প্রথমেই ব্রাশ করে চুল থেকে শুকনো রং ঝেরে ফেলুন। তারপরে একটি বড় দাড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
রং ঝেলে ফেলার পরেই স্ক্যাল্প পরিষ্কার করা বাঞ্চনীয়। এক্ষেত্রে ব্যবহার করুন মাইল্ড শ্যাম্পু। হাতে পরিমাণ মতো শ্য়াম্পু নিয়ে স্ক্যাল্পে লাগান। তারপরে ধীরে ধীরে মাসাজ করে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার স্ক্যাল্পও পরিষ্কার হবে, আবার প্রাকৃতিক তেলের মাত্রাতেও ঘাটতি হবে না।
হেয়ার মাস্ক মাস্ট!
শ্য়াম্পু করার পরে চুলে লাগান একটি নরিশিং হেয়াস মাস্ক। এক্ষেত্রে আপনি ঘরোয়া হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্ক লাগানোর পরে মিনিট ২০ অপেক্ষা করে আরও একবার শ্যাম্পু করে নিন। এই মাস্ক লাগালে আপনার চুলের সুস্বাস্থ্য বজায় থাকবে এবং জেল্লাও হবে দেখার মতো।
খেয়াল রাখুন এদিকে
চুল ধোয়ার সময়ে ইষদুষ্ণ জল ব্যবহার করুন। আয়ুর্বেদ অনুসারে, অতিরিক্ত গরম জল আপনার চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দিতে পারে। আবার ঠান্ডা জলও চুলের জন্যে ক্ষতিকারক। তাই হালকা গরম জলই হেয়ার ওয়াশের জন্যে উপযুক্ত।
শ্যাম্পু করার পরে চুলে লাগান কন্ডিশনার। এক্ষেত্রে ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করাই ভালো। ঠিক এই নিয়মে চুলের যত্ন নিলে আপনার চুল ভালো থাকবে আর রং খেলার সঙ্গেও সমঝোতা করতে হবে না।