kolkata

3 days ago

SSC Scam: ঘেরাও এসএসসি ভবন, ভিতরে আটকে চেয়ারম্যান-সহ অন্যান্য কর্মীরা

SSC candidates continued their massive protest and gherao of the WBSSC Bhawan
SSC candidates continued their massive protest and gherao of the WBSSC Bhawan

 

কলকাতা, ২২ এপ্রিল : এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন তাঁরা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের (আচার্য সদন) ভিতরেই রয়েছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবিদাওয়া পূরণ না-করলে কমিশনের চেয়ারম্যানকে দফতর থেকে বেরোতে দেবেন না তাঁরা।

সোমবার গভীর রাতে আন্দোলনকারীরা জানান, যোগ্য-অযোগ্যের তালিকা না পেলে তাঁদের আন্দোলন চলবে। এই আন্দোলনে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে এসেছেন অনিকেত মাহাতো-সহ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর প্রতিনিধিরাও। মঙ্গলবার সকালে আচার্য সদনের ভিতরে আটকে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “বর্তমানে বাইরে থেকে আসা বহু আন্দোলনকারীরাও এর সঙ্গে যুক্ত হয়েছেন।”

You might also like!