kolkata

2 weeks ago

Trinamool MLA Soham Chakraborty:সোহমের ''দাদাগিরি''! নিউটাউনে গাড়ি রাখা নিয়ে বচসায় রেস্তোরাঁর মালিককে মার অভিনেতার

Trinamool MLA Soham Chakraborty
Trinamool MLA Soham Chakraborty

 

কলকাতা, ৮ জুন : তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর ''দাদাগিরি'' দেখল নিউটাউন। নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে ওই রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোহম। অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মার করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

সূত্রের খবর, সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন।


You might also like!