কলকাতা, ১৫ মে : হকের দাবিতে বিকাশভবনের সামনে জড়ো হয়েছিলেন চাকরিহারারা। প্রস্তুত ছিল কলকাতা পুলিশও। প্রস্তুত রাখা ছিল কাঁদানে গ্যাস। কিন্তু কলকাতা পুলিশের চেষ্টার ঊর্ধ্বে উঠে সব বাধা টপকে বিকাশভবনের ‘দখল’ নিয়ে নিলেন চাকরিহারারা। গেটে ভেঙে ভিতরে ঢুকে পড়লেন তাঁরা। লোহার গেট একেবারে ভেঙে মাটিতে ফেলে এগিয়ে যান। বৃহস্পতিবার সকালে বিকাশভবন অভিযানে আসেন চাকরিহারারা। পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে ভেবে আগেভাগেই প্রস্তুত ছিল পুলিশ। জল কামানেরও ব্যবস্থা ছিল। বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান চাকরিহারারা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।
বিকাশভবনের সামনের দিকে গেট ভাঙার চেষ্টা করতে থাকেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। একটা সময়ে বিকাশভবনের গেট ভেঙে ফেলেন তাঁরা। বিকাশভবনের ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। তাঁদের দাবি, ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে। রিভিউ পিটিশন সম্পর্কে রাজ্য তাঁদের কাছে কিছু খোলসা করে জানায়নি, সেটা সামনে আনতে হবে। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ তাঁরা অন্ধকারে। যোগ্য অযোগ্যদের তালিকা বিকাশভবন প্রকাশ করেনি। আচার্য সদনের তরফ থেকে সেই তালিকা যাতে অবিলম্বে প্রকাশ করা হয়, সেই দাবিতে চলছে আন্দোলন।