দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামনেই শারদোৎসব, এরপর দীপাবলি। শব্দবাজি নিষিদ্ধ। সবুজ ও পরিবেশ বান্ধব বাজিতে সম্মতি রয়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই এ নিয়ে এক সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বাজি নীতি প্রণয়ন করা হয়েছে এবং তা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায়। সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আগামী শনিবার অর্থাৎ ৫ অক্টোবর জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ পৌরহিত্য করবেন। সব জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের ভার্চুয়াল ওই বৈঠকে যোগদানের নির্দেশ পাঠানো হয়েছে।
সেনা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফেও যোগ দিতে তৎপরতা। ন্যাশনাল এনভায়রোমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে নিরিখের তরফেও যোগদান করছেন প্রতিনিধি। এছাড়াও পরিবেশ, দমকল, শ্রম দফতরের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে হবে ওই পূর্ব নির্ধারিত বৈঠকটি। রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সবুজ বাজি উৎপাদন, মজুত ও বিক্রি নিয়ে হবে খোলামেলা আলোচনা। লাইসেন্স বিলি নিয়েও হবে চর্চা। সুতরাং পুজোর দিনগুলিতে বাজি নিয়ে যাতে বিশৃঙ্খলার পরিবেশ গড়ে না ওঠে তা নিয়ে সচেষ্ট রাজ্য সরকার।